Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

ভালো ঘুমের জন্য টিপসঃ

সকলেই চাই সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম হউক। আর অনেকে ঘুমের জন্য কতনা যুদ্ধ করেন। শেষ পর্যন্ত অনেককে ঘুমের ওষুধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ভালো ঘুমের জন্য যা জানা দরকারঃ

☞ নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে শরীরে অবসাদ না পেয়ে বসে।

☞ সন্ধ্যা ৭টার পর কফি বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে বিরত থাকুন।

☞ ঘুমাতে যাবার অন্ততঃ ১ ঘন্টা পূর্ব থেকে কোন চিন্তার কাজ করবেন না। টোটাল রিল্যাক্সড মুডে থাকতে হবে।

☞ ঘুমানোর ঘরটি হতে হবে একেবারেই কোলাহলমুক্ত।

☞ ঘুমানোর সময় সবধরণের বাতি নিভিয়ে দিন।

☞ যদি ঘুম আসতে বিলম্ব হয় তবে খানিকটা লম্বা শ্বাস নিন।

☞ সম্ভব হলে ১ গ্লাস হালকা গরম দুধ পান করুন।

☞ রাতে গোসলের পর অয়েল ম্যাসাজ নিতে চেষ্টা করুন।

☞এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →