প্রশ্নঃ আমি প্রতিদিনই হস্তমৈথুন করি। তবে আমার পদ্ধতিটা একটু আলাদা। আমার নরম লিঙ্গকে দুই উরুর মধ্যে চেপে ধরে ঝাঁকুনি দিতে থাকি। অনুভূতিটা অদ্ভুত। কিন্তু ভয় হচ্ছে নারী সঙ্গম বোধহয় মজা লাগবে না এবং আমি বোধহয় সন্তানের পিতা হতে পারব না।
উত্তরঃ যেভাবে করছেন তাতে লিঙ্গে রক্ত সঞ্চালনে বাধা পাচ্ছে এবং লিঙ্গ শক্ত হতে পারছে না। এতে ভবিষ্যতে লিঙ্গ শক্ত হতে বেগ পেতে পারে।
------------------------------------- ------------------------------ --------
প্রশ্নঃ লিঙ্গ মুণ্ডের ঠোঁটের মতো দুটো অংশ হস্তমৈথুনের পর ফুলে যায়। এভাবে ১-২ ঘণ্টা থাকে। পরে স্বাভাবিক হয়। এটা কি স্বাভাবিক?
উত্তরঃ এটা নিয়ে চিন্তা করবেন না, এটা স্বাভাবিক।
------------------------------ ------------------------------ ---------------
প্রশ্নঃ ঘর্ষণজনিত জ্বালাপোড়ার চিকিৎসা কি?
উত্তরঃ অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করে দেখতে পারেন।
------------------------------ ------------------------------ ---------------
প্রশ্নঃ হস্তমৈথুন ছেড়ে দিয়েছি একটানা ৭-৮ বছর করার পর। কিন্তু এখন কোঁত দিলে ধাতু বের হয়, এতে বিবাহিত জীবনে কি সমস্যা হবে। কোনো ট্যাবলেট আছে কি? নাকি হস্তমৈথুন আবার শুরু করব?
উত্তরঃ এর কোনো ট্যাবলেট নেই। আর হস্তমৈথুন শুরু করার চিন্তা আনেন কিভাবে? ভয় করেনা? আপনি ডাক্তারের কাছে যান।
------------------------------ ------------------------------ ---------------
প্রশ্নঃ আমার স্বামী পর্নো ছবি ও প্রতিদিন হস্তমৈথুন করে। আমার সাথে সঙ্গম করতে চায় না। একদিন পর পর সঙ্গম করতে চাই আমি। সে দিনে ৩ বার হস্তমৈথুন করে কিন্তু আমার সাথে মাসে ১ বার কি দুইবার সঙ্গম করতে চায়। এটা কি স্বাভাবিক?
উত্তরঃ অবশ্যই স্বাভাবিক না। চিকিৎসকের পরামর্শ নিন।
------------------------------ ------------------------------ ---------------
প্রশ্নঃ হস্তমৈথুনের পর আমার অণ্ডকোষ থলি আঠালো হয় কেন?
উত্তরঃ হস্তমৈথুনের সময় শরীর ঘেমে যায়, এতে আঠালো হয়।
উত্তরঃ যেভাবে করছেন তাতে লিঙ্গে রক্ত সঞ্চালনে বাধা পাচ্ছে এবং লিঙ্গ শক্ত হতে পারছে না। এতে ভবিষ্যতে লিঙ্গ শক্ত হতে বেগ পেতে পারে।
-------------------------------------
প্রশ্নঃ লিঙ্গ মুণ্ডের ঠোঁটের মতো দুটো অংশ হস্তমৈথুনের পর ফুলে যায়। এভাবে ১-২ ঘণ্টা থাকে। পরে স্বাভাবিক হয়। এটা কি স্বাভাবিক?
উত্তরঃ এটা নিয়ে চিন্তা করবেন না, এটা স্বাভাবিক।
------------------------------
প্রশ্নঃ ঘর্ষণজনিত জ্বালাপোড়ার চিকিৎসা কি?
উত্তরঃ অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করে দেখতে পারেন।
------------------------------
প্রশ্নঃ হস্তমৈথুন ছেড়ে দিয়েছি একটানা ৭-৮ বছর করার পর। কিন্তু এখন কোঁত দিলে ধাতু বের হয়, এতে বিবাহিত জীবনে কি সমস্যা হবে। কোনো ট্যাবলেট আছে কি? নাকি হস্তমৈথুন আবার শুরু করব?
উত্তরঃ এর কোনো ট্যাবলেট নেই। আর হস্তমৈথুন শুরু করার চিন্তা আনেন কিভাবে? ভয় করেনা? আপনি ডাক্তারের কাছে যান।
------------------------------
প্রশ্নঃ আমার স্বামী পর্নো ছবি ও প্রতিদিন হস্তমৈথুন করে। আমার সাথে সঙ্গম করতে চায় না। একদিন পর পর সঙ্গম করতে চাই আমি। সে দিনে ৩ বার হস্তমৈথুন করে কিন্তু আমার সাথে মাসে ১ বার কি দুইবার সঙ্গম করতে চায়। এটা কি স্বাভাবিক?
উত্তরঃ অবশ্যই স্বাভাবিক না। চিকিৎসকের পরামর্শ নিন।
------------------------------
প্রশ্নঃ হস্তমৈথুনের পর আমার অণ্ডকোষ থলি আঠালো হয় কেন?
উত্তরঃ হস্তমৈথুনের সময় শরীর ঘেমে যায়, এতে আঠালো হয়।