Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

ক্যান্সারের ঝুঁকি সমূহ

০ ধূমপান ও তামাক ব্যবহার 
০ মদ্যপান ক্স কম পরিমান শাক-সবজি ও ফল আহার করা 
০ শরীর চর্চা না করা 
০ বেশি ওজন ও স্থূলতা। 
০ ভৌত কার্সনোজেন যেমন অতি বেগুনী ও আয়োনিত বিকিরণের মুখমুখি হওয়া 
০ রাসায়নিক কার্সনোজের যেমন বেনজোপাইরিন, ফর্মালডিহাইড, আলফাটক্সিন (খাদ্যজনিত) এসবেসটস্‌ 
০ জৈব কার্সিনোজেন যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমন। 

এসব ঝুঁকি হ্রাসের পদক্ষেপ নিলে কেবল ক্যান্সারই হ্রাস পাবেনা অন্যান্য ক্রনিক রোগও কমবে। 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →