(১) সহবাস শেষে প্রস্রাব করে নেয়া জরুরি।
(২) একবার সহবাস এর পর আবার সহবাস করতে চাইলে যৌনাঙ্গ ও হাত ধুয়ে নিতে হবে।
(৩) সহবাস এর পর সাথে সাথে গোসল করে নেয়া উত্তম। অন্ততঃ অযু করে নেয়া।
(৪) সহবাস এর পর অন্ততঃ কিছুক্ষন ঘুমানো উত্তম।
(৫) জুমআর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সহবাসল্প করা মোস্তাহাব (নফল)।
(৬) সহবাস এর বিষয় কারো নিকট প্রকাশ করা নিষেধ। এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী/ স্ত্রীর হক নষ্ট করা।
(৭) স্বপ্নদোষের পর সহবাস করতে চাইলে প্রস্রাব করে নিবে এবং যৌনাঙ্গ ধুয়ে নিতে হবে।
(৮) অবশ্যই অবশ্যই পরবর্তী ওয়াক্ত নামাজের কথা খেয়াল রাখো।
নামাজতো কোনো ভাবেই ছাড়া যাবে না ।
(৯) সহবাস এর পর মধু এবং দুধ খাওয়া উপকারি ।
(১০) স্ত্রীকে বলুন তোমার সাথে আজ সহবাস করে অনেক মজা পেয়েছি। তাহলে সে মনে মনে খুশি হবে এবং পরবর্তীতে সহবাস করার জন্য মুখিয়ে থাকবে।
(২) একবার সহবাস এর পর আবার সহবাস করতে চাইলে যৌনাঙ্গ ও হাত ধুয়ে নিতে হবে।
(৩) সহবাস এর পর সাথে সাথে গোসল করে নেয়া উত্তম। অন্ততঃ অযু করে নেয়া।
(৪) সহবাস এর পর অন্ততঃ কিছুক্ষন ঘুমানো উত্তম।
(৫) জুমআর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সহবাসল্প করা মোস্তাহাব (নফল)।
(৬) সহবাস এর বিষয় কারো নিকট প্রকাশ করা নিষেধ। এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী/ স্ত্রীর হক নষ্ট করা।
(৭) স্বপ্নদোষের পর সহবাস করতে চাইলে প্রস্রাব করে নিবে এবং যৌনাঙ্গ ধুয়ে নিতে হবে।
(৮) অবশ্যই অবশ্যই পরবর্তী ওয়াক্ত নামাজের কথা খেয়াল রাখো।
নামাজতো কোনো ভাবেই ছাড়া যাবে না ।
(৯) সহবাস এর পর মধু এবং দুধ খাওয়া উপকারি ।
(১০) স্ত্রীকে বলুন তোমার সাথে আজ সহবাস করে অনেক মজা পেয়েছি। তাহলে সে মনে মনে খুশি হবে এবং পরবর্তীতে সহবাস করার জন্য মুখিয়ে থাকবে।