Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ- প্রায় সবসময়ই দেখা যায় যে আমি এবং আমার স্বামী একই সাথে যৌনতায় কাতর হই না। এতে করে আমাদের যৌনমিলন কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আমার মনে হয়। আপনার পরামর্শ চাই।

উত্তরঃ- যৌনমিলনে দু জনেরই ইচ্ছা বা সম্মতির একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন যৌনতায় আপনাদের যে কোনো একজনের ইচ্ছা না থাকলেও যৌনতা শুরু হলে শরীর এবং মন এমনিতেই চাঙ্গা হয়ে যাবার কথা। আরো জেনে রাখুন শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে যৌনমিলনের ইচ্ছা নারী এবং পুরুষের একই সাথে উজ্জীবিত এবং আবেদমিত হয় না। আর আপনার প্রশ্ন মতে আপনাদের যৌনমিলনের সমস্যা বলতে কি বুঝিয়েছেন তা জানা গেল না। প্রশ্নের স্বচ্ছতা না থাকলে উত্তর দেয়া মুশকিল হয়ে পড়ে।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ- যৌন সংক্রামক রোগ কি নানা সঙ্গী বা সঙ্গিনীর সাথে দেহমিলনের জন্য হতে পারে?

উত্তরঃ- শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ। এইডস বা যৌন সংক্রামক রোগ বিস্তারের জন্য যৌনসঙ্গী বদল খুবই মারাত্মক প্রভাব ফেলে। ডাক্তারী বিজ্ঞানে এই বিষয়কে কখনোই সমর্থন করে না। শুধু এইডস নয় আরো নানা যৌন সমস্যা দেখা দিতে পারে এজন্য।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ- যৌন সংক্রামক রোগরে ব্যাপারে কি কি সর্তকতা জরুর?

উত্তরঃ- নিরাপদ যৌন সর্ম্পক স্থাপন প্রথম কথা এবং সবসময়ই মনে রাখবনে কনডম সবচেয়ে আর্দশ।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ- আমার স্ত্রী প্রায়ই অভিযোগ করে সে চরমপুলকে পোঁছাতে পারে না। আমি কনডম ব্যবহার করি। এতে কোনো সমস্যা হচ্ছে?

উত্তরঃ- যদি আপনার স্ত্রী কনডমের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তবে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি, চরমপুলকের জন্য কনডমের কোনো ভূমিকা নেই । তবে অন্য জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা যদি আপনারা নিয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি কনডম পছন্দ না করে, তবে সেটা বিবেচিত হতে পারে। অন্য কোনো সমস্যা থাকলে ইউরোলজিস্টের পরামর্শ নিন।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →