Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

কখন বা কোন সময় কনডম বা পিল ব্যবহার না করে সেক্স করলে প্রেগন্যান্ট হবার ভয়থাকে না...

সাধারণত বলা হয় নির্দিষ্ট দিনে পিরিয়ডের ১০-১২ দিন আগে এবং নির্দিষ্ট দিনে পিরিয়ডের ৭-৯ দিন পর সেক্স নিরাপদ। কিন্তু ব্যাপার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেমেয়েদের পিরিয়ড নির্দিষ্ট তারিখে হয় না।

সুতরাং দেখা গেলো আপনি ১০ দিন হিসাব করেআনপ্রোটেক্টে ড সেক্স করলেন অথচ আপনার গার্লফ্রেন্ডবা স্ত্রীর পিরিয়ড হলো নির্দিষ্টতারিখের ৩ দিন পর।তখন বিপদ ঠেকাবেন কি করে?

তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে সুস্থ-সবল শুক্রাণু ডিম্বাশয়ে অন্তত ৫ দিন
বেঁচেথাকে।

সুতরাং সেক্সের পর ডিম্বাণু গঠন প্রক্রিয়া শুরুর পর শুক্রাণু ডিম্বাশয়ে রয়ে গেলে সরাসরি খবর আছে!

আসলে মাসের প্রতিটি দিনই প্রেগন্যান্ট হবার চান্স থাকে। এসব দিনের উপর
ভিত্তি করে আনপ্রোটেক্টেড সেক্সের কথা চিন্তাও করবেন না। সবসময় কনডম বা পিল ব্যবহার করুন। সামান্য উপভোগের জন্য আপনি ভবিষ্যৎ অনিশ্চিত কেন করবেন?

দেখা যায় এরকম অসময়ে প্রেগন্যান্সীর অন্যতম ফলাফল হয় অ্যাবোরশন। কেন একটি নিষ্পাপ প্রাণ নষ্ট করবেন? তার দোষ কি?

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →