বিজ্ঞানীরা ডালিমের নাম রেখেছেন 'সুইস আর্মি নাইফ' অর্থাৎ সুইডেনের সৈন্যদের ছুরির নামে। কারণ তাদের ছুরি যেমন কোনো দুশমন দেখলে থেমে থাকে না। তেমনি এই ডালিমও মানবদেহের কোনো ব্যথা-বেদনা দেখলে চুপ করে থাকে না। তাকে নির্বংশ করে দেয়। সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক জানালেন ব্যথানাশক ওষুধ আবিষ্কারের আগে প্রাচীনকালের মানুষ ব্যথা উপশমে এই ডালিম ব্যবহার করত। শুধু ব্যথার উপশমই নয়, ডালিম হৃদযন্ত্রকে রাখে সুস্থ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, প্রদাহজনিত রোগ থেকে মুক্তি দেয় এবং ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগ থেকে আমাদের নিরাপদে রাখে। এমনকি মুখে রুচি আনে। গবেষকরা এই প্রথম ডালিম নিয়ে গবেষণা করলেন এবং পুরোপুরি আস্থার সঙ্গেই জানালেন এর উপকারিতা। ব্যথানাশে ডালিমের সফল কার্যকারিতাই তাদের গবেষণার ফল। সুতরাং ব্যথানাশে ডালিমের জুড়ি নেই।