Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ- চুম্বনের মাধ্যমে কি AIDS হওয়ার সম্ভাবনা আছে?

উত্তরঃ- এটা জানার আগে জানতে হবে যে চুম্বন মূলত ২ ধরনের হতে পারে।

এক ধরনের যাতে চুম্বন এর মাধ্যমে শুধু থুতু ( Salivery fluid ) বিনিময় হয়।

আরেক ধরনের যা দৃঢ় চুম্বন ( French kiss ), এর ফলে অনেক সময় ঠোঁট কেটে যায় এবং উভয় এর ঠোঁটে মৃদু রক্তপাত হয়।

প্রথম ধরনের চুম্বনে যেখানে শুধু থুতু বিনিময় হয় সেখানে AIDS হবার সম্ভাবনা নেই।

পরবর্তী ধরনের চুম্বনে ( French kiss ) AIDS হতে পারে , তবে এজন্য দুই জনের একজনকে আগে থেকেই AIDS এ আক্রান্ত হতে হবে।

AIDS মূলত শ্বেত রক্ত কনিকার CD4+ কে আক্রান্ত করে, তাই AIDS আক্রান্ত রোগীকে চুম্বন করলে এবং তার দূষিত রক্ত আপনার রক্তে প্রবেশ এর সুযোগ পেলে AIDS হবে।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →