Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ আমি কুমার এবং আজ পর্যন্ত কোনো যৌন সহবাসে যাই নি। গত কিছুদিন যাবৎ আমার লিঙ্গে সাদা সাদা ছোপ দেখতে পাচ্ছি, যেগুলো আবার স্থান বদলায় এবং আমার লিঙ্গের অগ্রত্বকও খুব শক্ত। আমি কি সুস্থ আছি?

উত্তরঃ আপনার লিঙ্গত্বকের ওপর যে সাদা সাদা ছোপ উঠেছে সম্ভবত সেগুলো কনডিলোমা জাতীয় যৌনাঙ্গের দানা, এগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। আর আপনার শক্ত লিঙ্গের অগ্রত্বকের জন্য ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। খুব বেশি সমস্যা হলে কোনো সার্জিক্যাল ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ আমি হস্তমৈথুন করি। গত কিছুদিন যাবৎ আমার লিঙ্গে গোলাপি বর্ণের দানা উঠতে শুরু করেছে। আমি রক্ত পরীক্ষা করেছি, তাতে কিছু ধরা পড়ে নি। তাহলে আমার সমস্যাটা কী?

উত্তরঃ হস্তমৈথুন কোনো কোনো সময় এই সমস্যার সৃষ্টি করতে পারে। যদি লিঙ্গে অত্যধিক চাপ পড়ে তবে লিঙ্গের ত্বকে অনেক সময় এই জাতীয় গোলাপি কিংবা অন্য কোনো রঙের দানা উঠতে পারে। আপনার উচিত হবে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নেয়া।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ আমার প্রথম সমস্যা হলো আমার লিঙ্গে এবং অণ্ডথলিতে দানার মতো কী যেন উঠছে গত কিছুদিন যাবৎ এবং দ্বিতীয় সমস্যা হলো-আমার স্তন অনেকটা মেয়েদের মতো বড়। এই সমস্যার জন্য আমি খুবই বিব্রত এবং চিন্তিত।

উত্তরঃ লিঙ্গের দানা কেন হচ্ছে তা পরীক্ষা ছাড়া বলা মুশকিল। আপনার প্রশ্নে বিশদ ব্যাখ্যা নেই বলে প্রথম সমস্যার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। আর দ্বিতীয় যে সমস্যার কথা আপনি বলেছেন যে আপনার বুক মেয়েদের মতো বড়। এটা হরমোনের একটা সমস্যা। হরমোনের তারতম্যের জন্য এটা হয়। তবে দুটো সমস্যার জন্যই আপনার উচিত হবে অভিজ্ঞ কোনো ইউরোলজিস্টের পরামর্শ নেয়া।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ আমার অণ্ডথলিতে মাম্পস হয়েছে। আমি কী করব?

উত্তরঃ এটি একটি ভাইরাসজনিত সমস্যা। ছোটবেলায় এই রোগ বেশি হলেও বয়োপ্রাপ্ত অবস্থাতেও এটি হতে পারে। আর আপনার অণ্ডথলিতে মাম্পস হলে ব্যাপারটিকে অবহেলা না করাই ভালো। কেননা এই অসুখের তীব্রতায় আপনার শুক্রের উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ডাক্তারের পরামর্শ এবং ওষুধ গ্রহণ আপনার প্রধান কাজ।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ জানতে চাই পুরুষের কি স্তন ক্যান্সার হতে পারে?

উত্তরঃ শতকরা ১ জনের ক্ষেত্রে হয়তো বা এমনটি দেখা যায় এবং তা খুবই বিরল। তবুও পুরুষের যে স্তন ক্যান্সার হয় না এমন নয়। তবে নারীর স্তন ক্যান্সারের সাথে পুরুষের স্তন ক্যান্সারের পার্থক্য আছে। এমন কি চিকিৎসার ব্যাপারেও কিছু ভিন্নতা রয়েছে।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →