Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

সমকামিদের নিয়ে কিছু ভুল ধারনাঃ

অনেকে মনে করেন, সমকামিতা একটা মানসিক বৈকাল্য। এটা কোন মানসিক রোগ না। মানসিক রোগ মনে করে অনেকে মানসিক ডাক্তার দেখিয়ে থাকেন। সমকামিতা শুধু মানুষের মধ্যে না, সব প্রানীর মধ্যে আছে। ডিসকভারি চ্যানেলে একটা রিপোর্ট এ দেখায়ছিল, তারা মাছি আর ছাগলের উপর পরীক্ষা চালায়ছিল। যাই হোক, শেষ যে পরীক্ষা হয় তাতে দেখা যায় যে, সমকামিদের সাথে সাধারন মানুষের শরীরে শুধু একটা যায়গায় অমিল। তা হোল তাদের ঘ্রাননেন্দ্রিয়। অনেকে হিজড়া আর সমকামিদের গুলিয়ে ফেলেন। সমকামিরা হিজড়া না। বাংলাদেশের অনেক নামি দামি লোক সমকামিতায় আক্রান্ত। অনেকে বিয়ের কথা বলেছে, আসলে বিয়ে করলেও যায় না এটা। অনেক সমকামি আছে, বিয়ের পর সংসার করছে আবার তার কোন বয়ফ্রেন্ড আছে, বিয়ের পর সংসার করছে, অন্যদিকে সুযোগ পেলেই সমকামি যৌন সংগ উপভোগ করছে। বিয়ের পর যেটা হয় তা হল ২ টা পৃথক জীবন যাপন করে। তার বৌকে আভুক্ত রেখে সে দিনের পর দিন অন্য পুরুষের সাথে মেলামেশা করে। সংসার নামে বৌ ও সন্তানদের প্রতি কিছু অর্থনৈতিক দায়িত্ব পালন করে। আপনাদের প্রতি আমাদের কিছু অনুরোধ রইলঃ

১) আপনার সন্তানকে কোন মেহমান এর সাথে এক বিছানায় ঘুমাতে দিবেন না। আপনার মেহমানও সমকামি হতে পারে।

২) আপনার সন্তান এর বন্ধুদের প্রতি খেয়াল রাখুন, কারন স্কুল জীবন থেকেই শুরু হয় এর উৎপত্তি। যেন সে কোন বন্ধুকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে কোন আড্ডা না দেয়।

৩) সন্তানের আচার আচরনের দিকে খেয়াল রাখুন। তাকে বাইরে খেলা ধুলা করতে পাঠান, খেলাধুলায় উৎসাহ দেন। সমকামি পুরুষদের নাম গে হবার কারন হোল, তারা ফুর্তি, ফ্যশন এই গুলার প্রতি আকর্ষন বোধ করে। মডেল, সিনেমা, ফ্যশন এই গুলোতে তাই গে দের অনেক উপস্থিতি। দেখেন খেয়াল করে তার মধ্যে কোন মেয়েলি আচরন আছে নাকি।

৪ সন্তানদেরকে দুরে রাখবেন না। অবসর সময়ে তাদের সাথে আড্ডা দেন। বাবা মা এর কাছ থেকে দুরে চলে গেলে হয় তারা ড্রাগ নেয় অথবা সমকামিতায় লিপ্ত হয়।

★★সমকামিতা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →